কোন গ্রুপের রক্ত শরীরে থাকলে স্ট্রোকের ঝুঁকি বেশি

আইকোনিক ফোকাস ডেস্কঃ কম বয়সী ব্যক্তিদের মধ্যে ‘এ’ রক্তের গ্রুপের মানুষদের স্ট্রোকের ঝুঁকি অন্যান্য ব্লাড গ্রুপের তুলনায় বেশি দেখা যাচ্ছে, যা আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে উল্লিখিত হয়েছে। রক্তনালি দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমান ভাবে পড়ে না, তখন স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

এই প্রসঙ্গে, আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষক স্টিভেন জে কিটনার জানাচ্ছেন যে, অনেক কম বয়সী ছেলেমেয়েরা এখন বেশি স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এবং এই জন্য অনেকের মৃত্যু হচ্ছে। যাদের জীবন বেঁচে গিয়েছে, তাদের শারীরিক দক্ষতা আগের থেকে কম হতে পারে। এরপরও, কম বয়সে কেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, সে সম্পর্কে নির্ভর করে এখনো কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ‘এ’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের মধ্যে এই ঝুঁকি বাড়ছে কেন, সে সম্পর্কে আরও গবেষণা চালানো হচ্ছে।

Leave a Reply

Translate »