ত্বকে যত্নে চিনির ব্যবহারে হয়ে উঠন লাবণ্যময়

আইকোনিক ফোকাস ডেস্কঃঅনেকেই চিনিকে ভয় পান ডায়াবেটিসের জম হিসেবে। এজন্য অনেকেই পছন্দের খাদ্য তালিতা থেকে মিষ্টি জাতীয় খাবারকে দূরে রাখেন ।চিনির যেমন ক্ষতিকর দিক আছে তেমনি ভাল দিকও রয়েছে । ত্বকের যত্নে আমরা চিনি ব্যবহার করতে পারি চিনিতে বেশ কিছু উপাদার রয়েছে যা ত্বকের মরা চামড়া উঠাতে সাহায্য করে ত্বকতে করে তোলে চকচকে ।

ত্বকের যত্নে চিনি যেভাবে ব্যবহার করবেন ঃ

ত্বকে যত্নে চিনি
ত্বকে যত্নে চিনি
  •   অলিভ অয়েল ও কয়েক ফোঁটা নারকেল তেলের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে স্ক্রাব করুন মুখে। ত্বকের মৃত কোষ দূর হবে এক বার ব্যবহারেই 
  •   ত্বকের উজ্জ্বলতা ফেরাতে চিনি খুব কাজের। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পর ধুয়ে নিন।  আরও পড়ুন ঃডিপ ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে
  •   শীতে ঠোঁট ফাটার সমস্যা দূর করে কোমল করতে বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে 
  •   ওজন কমলে, বাড়লে বা প্রেগন্যান্সির সময় ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। বিরক্তিকর দাগগুলো দূর করতে কফি, চিনি ও অলিভ অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন সপ্তাহে মাত্র তিন দিন।  

চিনি কখনোই ত্বকে জোরে ঘষা দেবেন না অবশ্যই হালকাভাবে ম্যাসাজ করবেন। অন্যথায়  ত্বকের ক্ষতি হতে পারে। 

Leave a Reply

Translate »