ডিপ ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে

আইকোনিক ফোকাস ডেস্কঃকোরবানির ঈদ আসছে এই ঈদে ডিপ ফ্রিজের উপর বাড়তি চাপ পড়ে। যদি দুই মাসের মধ্যে ফ্রিজার পরিষ্কার করা না হয়, তবে ঈদ আসার আগেই পরিষ্কার করে রাখুন। ডিপ ফ্রিজ পরিষ্কার করা কিন্তু মোটেই কষ্টকর কাজ নয়। সহজ উপায়ে বরফ গলিয়ে নিতে পারবেন কিছু টিপস জানা থাকলে।

কীভাবে ডিপ ফ্রিজ পরিষ্কার করবেন?
ডিপ ফ্রিজ পরিষ্কার
ডিপ ফ্রিজ পরিষ্কার

প্রথমেই ফ্রিজ অফ করে প্লাগ খুলে রাখুন। একটি স্প্রে বোতলে কুসুম গরম পানি নিয়ে স্প্রে করে দিন বরফের উপর। এরপর রুমের ফ্যান ছেড়ে রাখুন। পানি ও বাতাসের কারণে দ্রুত আলগা হয়ে যাবে বরফ। নিচে একটি মোটা পলিথিন রাখবেন। বরফ ভেঙে ভেঙে পড়লে সেটা সরিয়ে ফেলবেন। কোনও ভাবেই খুঁচিয়ে বা বল প্রয়োগ করে বরফ উঠিয়ে ফেলার চেষ্টা করবেন না। এতে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন ঃঈদ-উল-আযহা ছুটি বাড়ানোর ঘোষণ

যেভাবে জীবাণুমুক্ত করবেন ফ্রিজ

বরফ ফেলে দেওয়ার পর মোটা একটি তোয়ালে দিয়ে মুছে ফেলুন। একটি বোতলে ভিনেগার, পানি ও ডিশ ওয়াশ সোপ একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন ফ্রিজের ভেতরের অংশে। পরিষ্কার পানি দিয়ে কাপড় ভিজিয়ে মুছে ফেলুন। শেষে শুকনো করে মুছে নিন।    

 

Leave a Reply

Translate »