বিপিএল শেষ না হতেই শুরু হতে জাচ্ছে জাতীয় দলের ক্যাম্প

আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব শেষ হয়েছে। এখন অপেক্ষা প্লে-অফের। আগামী পরশু এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। প্লে-অফের প্রথম দিন থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্পও।

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সফরে তিন সংস্করণের সিরিজ খেলবে লঙ্কানরা। প্রথমে হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি আগামী ৪ মার্চ।

ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে বাংলাদেশে এসেছেন। গতকাল বিপিএলের লিগ পর্বের শেষ দিন নতুন নির্বাচক প্যানেলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে বাংলাদেশে এসেছেন। গতকাল বিপিএলের লিগ পর্বের শেষ দিন নতুন নির্বাচক প্যানেলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

আরও পড়ুনঃ জন্মদিনে গান নিয়ে হাজির হচ্ছেন ফেরদৌস ওয়াহিদ।

বিপিএলের ফাইনাল ১ মার্চ। সব মিলিয়ে আর অপেক্ষা না বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হচ্ছে।

ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে বাংলাদেশে এসেছেন। গতকাল বিপিএলের লিগ পর্বের শেষ দিন নতুন নির্বাচক প্যানেলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

যদিও এখনো কাজ শুরু করেনি গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি। হাতুরাসিংহের অধীনেই শুরু হবে ক্যাম্প। এই সময়ের মধ্যে ঘোষণা হওয়ার কথা জাতীয় দলের ব্যাটিং ও বোলিং।

বিপিএল শেষ না হওয়ায় স্বাভাবিকভাবে ক্যাম্পের শুরুতে একসঙ্গে ক্রিকেটারদের পাওয়া যাবে না। প্লে-অফের আগে ছিটকে যাওয়া এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তানজিম হাসান সাকিবরা থাকছেন শুরুর দিকে ক্যাম্পে।

বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ২৯ ফেব্রুয়ারি সিলেট যাবে বাংলাদেশ দল। ১ মার্চ বিপিএলের ফাইনালে শেষ করে বাকি ক্রিকেটাররা সরাসরি সিলেটে দলের সঙ্গে যুক্ত হবেন।

Leave a Reply

Translate »