চলে গেছেন ভারতীয় কিংবদন্তি পরিচালক কুমার সাহানি

আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রয়াত হলেন সমান্তরাল হিন্দি ছবির ভারতীয় পরিচালক কুমার সাহানি। শনিবার কলকাতায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। হিন্দি ছবির জগতে অন্য ধারার ছবির সূত্রেই পরিচিতি পান সাহানি।

প্রায় ছয় দশক ধরে তিনি চলচ্চিত্র নির্মানের সঙ্গে জড়িত। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলো, ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘খেয়াল গাথা’ ও ‘কসবা’ তাঁর উল্লেখযোগ

উল্লেখ্য, ১৯৪০ সালের ৭ ডিসেম্বর সিন্ধের লারকানায় (বর্তমানে পাকিস্তান) জন্ম কুমার সাহানির। স্বাধীনতার পরে তাঁর পরিবার মুম্বইয়ে পাকাপাকি ভাবে চলে আসে।

আরও পড়ুনঃ প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে এবার হলিউডে

পরবর্তী সময়ে পুণে ফিল্ম ইনসটিউটে (এফটিআইআই) ভর্তি হন সাহানি। এই সময় ঋত্বিক ঘটক ছিলেন তাঁর শিক্ষক। পরবর্তী জীবনে তাঁর ছবিতে ঋত্বিকের প্রভাবের কথাও স্বীকার করেছেন সাহানি। ফরাসি সরকারের স্কলারশিপ পান সাহানি।

ফ্রান্সে গিয়ে প্রখ্যাত পরিচালক রবার্ট ব্রেসঁর সহকারী পরিচালক হিসেবে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ছবির নাম ‘আ জেন্টল উওম্যান’।

১৯৯৭ সালে মুক্তি পায় সাহনি পরিচালিত ছবি ‘চার অধ্যায়’। কুমার সাহানির প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। অনুরাগীরা ছাড়াও বলিউড ও টলিপাড়ার একাধিক তারকা পরিচালককে স্মরণ করেছেন।

Leave a Reply

Translate »