হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি সারল অস্ট্রেলিয়া

আইকোনিক ফোকাস ডেস্কঃ আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটিই ছিল বিশ্বকাপের আগে অজিদের প্রস্তুতির শেষ সুযোগ। সেটা কী দারুণভাবেই না কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া।

আজ শেষ টি-টোয়েন্টিতে হেরে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে নিউজিল্যান্ড।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্বাগতিগদের ২৭ রানে হারিয়েছে অজিরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তিনবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত ১০.৪ ওভারে নেমে আসে ম্যাচ।

আরও পড়ুনঃ এমন আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেটে দরকার নেইঃহাসারাঙ্গার। 

তাতে ৪ উইকেটে ১১৮ রান তোলে সফরকারীরা।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। কিউইরা ৩ উইকেটে ৯৮ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। ৫১ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে তারা।

আউট হন উইল ইয়াং ১৪, টিম শেইফার্ট ২ ও ফিন অ্যালেন ১৩। এরপর গ্লেন ফিলিপসের ২৪ বলে ৪০ রানের ইনিংস নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরাতে পারেনি।

এর আগে ট্রাভিস হেডের ৩৩, ম্যাথু শর্টের ২৭, গ্লেন ম্যাক্সওয়েলের ২০ ও জশ ইংলিশদের অপরাজিত ১৪ রানের ইনিংসে ১০.৪ ওভারের ম্যাচে বড় সংগ্রহই পায় অস্ট্রেলিয়া। যেটা শেষ পর্যন্ত তাড়া করতে পারেনি নিউজিল্যান্ড।

Leave a Reply

Translate »