মাঝপথ থেকে ফেরায় মুস্তাফিজ কত টাকা পাচ্ছেন আইপিএল থেকে !

আইকোনিক ফোকাস ডেস্কঃ আইপিএলকে এবারের মতো বিদায় জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে গতকাল বুধবার (১ মে) শেষ ম্যাচটা খেলে ফেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শেষ ম্যাচে মুস্তাফিজ দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবার দেশে ফিরছেন কাটার মাস্টার।

এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলেন মুস্তাফিজ। প্রথমে বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিলেও পরবর্তীতে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অনুরোধে একদি ছুটি বাড়িয়ে ১ মে পর্যন্ত অনুমোদন করা হয়। গতকাল শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের  বিপক্ষে ৪ ওভার বল করে একটি মেডেনসহ ২২ রান দিলেও উইকেটশূন্য ছিলেন তিনি।


সব ঠিকঠাক থাকলেও আজ বৃহস্পতিবার (২ মে) দেশে ফেরার কথা মুস্তাফিজের। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে মুস্তাফিজকে রাখা না হলেও ঢাকা পর্বের দুই ম্যাচে তার খেলা নিশ্চিত।


আইপিএল থেকে বিদায় নেওয়ার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ওপরের দিকেই ছিলেন মুস্তাফিজ। গত ডিসেম্বরের মিনি নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। তবে আসরের মাঝপথে দেশে ফিরে আসায় তিনি কতো টাকা পাবেন, তা জানার কৌতূহল দেশের মানুষের।


আরও পড়ুনঃ সৌম্যের নট-আউটে আবারো বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে বিতর্ক


আইপিএলের নিয়ম অনুযায়ী, কোন খেলোয়াড় একাদশে না থাকলে বা ইনজুরির কারণে ম্যাচ না খেলতে পারলেও পূর্ণ পারিশ্রমিকই পাবেন। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার আগে দল ছাড়লে পুরো পারিশ্রমিক পাবেন না। নিয়ম অনুযায়ী তাই পুরো টাকা পাচ্ছেন না এই বাঁহাতি।


পুরো আসর না খেললে আনুপাতিক হারে পারিশ্রমিক পাওয়ার কথা নিয়ম অনুযায়ী। সে হিসেবে ১ মে পর্যন্ত যে ৯টা ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, সে অনুযায়ীই টাকা পাবেন। নিলামের দাম অনুযায়ী প্রতি ম্যাচে মুস্তাফিজের পারিশ্রমিক দাঁড়ায় ১৪ লাখ ২৮ হাজার ৫৭১ রুপি। সে অনুযায়ী, ৯ ম্যাচে তার পারিশ্রমিক দাঁড়ায় ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকার কিছু বেশি।


তবে এই অঙ্কের পুরোটা পাবেন না মুস্তাফিজ। এখান থেকে ভারত সরকার ট্যাক্স বাবদ ২০ শতাংশ টাকা কেটে রাখবে। ট্যাক্স কাটার পর  ১ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকার কিছু বেশি বাকি থাকে।


আইপিএলের বিধি অনুযায়ী, খেলোয়াড় যে ক্রিকেট বোর্ডের অধীনে ক্রিকেট খেলে থাকে তারা এই পারিশ্রমিকের ২০ শতাংশ পাবেন। অর্থ্যাৎ অবশিষ্ট টাকার ২০ শতাংশ জমা হবে বিসিবির কোষাগারে। সে ক্ষেত্রে মুস্তাফিজের পকেটে জমা হচ্ছে ৮২ লাখ ২৮ হাজার টাকার কিছু বেশি। এর সঙ্গে যোগ হবে ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের প্রাইজমানিসহ বেশ কিছু বাড়তি টাকা।


উইকেটের সংখ্যা বিবেচনায় এবার আইপিএলে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটিয়েছেন মুস্তাফিজ। ১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুস্তাফিজ

Leave a Reply

Translate »