ম্যান সিটি থেকে এগেয়ে লিভারপুল

আইকোনিক ফোকাস ডেস্কঃ দলের সেরা তারকা মোহামেদ সালাহর অনুপস্থিতি যেন টেরই পেতে দিচ্ছে না লিভারপুলের বাকি ফরোয়ার্ডরা। একের পর এক ইতিবাচক পারফরময়ান্স অলরেডদের এগিয়ে নিচ্ছে লিগ শিরোপা জয়ের পথে। কিন্তু ইয়ুর্গেন ক্লপের দলের ওপর চাপ বাড়িয়েই চলেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গতরাতে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধানে কমিয়ে এনেছে স্রেফ একে।

ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন ফিল ফোডেন।

২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি। সমান ম্যাচে লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।

আরও পড়ুনঃ বিপিএলের লিগ পর্ব শেষে হয়ে গেলেও তামিম-শরিফুলদের আধিপত্য।

৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।

প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সিটিজেনরা। নবম মিনিটে সুযোগ নষ্ট করেন আর্লিং হালান্ড। তবে ২৪ মিনিটে আর কোন ভুল করেননি ফিল ফোডেন। হালান্ডের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি বোর্নমাউথের গোলরক্ষক, আলগা বল পেয়ে অনায়াসে জালে জড়ান ফোডেন।

এগিয়ে গিয়ে আরো উজ্জীবিত সিটিজেনরা। সুযোগ আসছিল বার বার কিন্তু গার্দিওলার শিষ্যরা পারেনি ব্যবধান বাড়াতে। উলটো বোর্নমাউথ প্রায় গোল পেয়েও গেছিল কিন্তু ফিনিশিং ব্যর্থতা ছিল দলটির সঙ্গী।

Leave a Reply

Translate »