সেলিব্রিটিদের মারামারি ইস্যুতে মুখ খুললেন দীঘি

আইকোনিক ফোকাস ডেস্কঃ তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে যে সমালোচনা হচ্ছে, সেই বিতর্ক নিয়ে এবার মুখ খুলেন এই নায়িকা। তিনি নিজেও একটি দলের হয়ে সিসিএল-এ অংশ নিয়েছিলেন। তবুও সিসিএল নিয়ে সমালোচনা করেছেন তিনি। আনলেন কিছু অভিযোগও!

রোববার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘি। সেখানে সিনেমাটি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই তারকা। প্রসঙ্গক্রমে আসে সিসিএল বিতর্কও!

এসময় দীঘি বলেন, সিসিএল- এ সিনেমার আর্টিস্ট কয়জন আছে, আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন ছিল? সেলিব্রিটি ক্রিকেট লিগ হওয়া উচিৎ ছিল সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখব, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডি- এরা ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ? সিসিএলে দেখেছি ছোট পর্দার অনেক মানুষ। ছোট পর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রিটি। কিন্তু বড় পর্দা থেকে মানুষ না নেওয়াটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানোটা খারাপ।

আরও পড়ুনঃ বোরকা পরে শপিং করবেন অপু বিশ্বাস

তিনি আরও বলেন, সামনে এরকম টুর্নামেন্ট হলে আয়োজকদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশ প্রটেকশান রাখা উচিত। সেলিব্রিটি ক্রিকেট লিগ বলতে আমরা যেটা বুঝি, সামনে টুর্নামেন্ট হলে আমি সেখানে আরও বেশি জনপ্রিয় তারকাদের মুখ দেখতে চাই। কারণ আমার বাবা প্রথমদিন খেলা দেখতে গিয়ে বলেছে, এটা কোনোভাবেই সেলিব্রিটি ক্রিকেট লিগ হতে পারে না।

Leave a Reply

Translate »