ভাবেননি ডাক্তার ,এরিকসেন যে বেঁচে ফিরবেন

আইকোনিক ফোকাস ডেস্কঃ ইউরো কাপের শুরুতেই মারত্মক দুর্ঘটনা ঘটে গেল গতকাল শনিবার রাতে। বল ধরতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ফিনল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও পরে আবার তা শুরুর সিদ্ধান্ত হয়। খেলার মাঝে এমন ঘটনা দেখে সবাই আঁতকে উঠেছিল। এরিকসেনের সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের ভারতীয় চিকিৎসক সঞ্জয় শর্মার মতে, তার বেঁচে যাওয়াটা অলৌকিক ঘটনা।

 

 

২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত এরিকসেনের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব ছিল সঞ্জয়ের ওপর। তিনি বলেন, সিপিআর দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম সে বলটার দিকে দৌড়নোর সময় টাল খায়! ওর পা যেন ওর কথা শুনছে না। সে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের জন্য ছটফট করে। ওই সময় যদি ঠিক ভাবে সিপিআর না দেওয়া যায় তা হলে সাংঘাতিক ঘটনা ঘটে। সেই সময় বাঁচার সম্ভবনা থাকে মাত্র ৭ শতাংশ।বোঝতেই পারতেছেন কতটা সাংঘাতিক ছিল ঘটনাটা।

 

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ গোলে হেরে যায় এরিকসনের দল।

Leave a Reply

Translate »