ভারতে বানানো হবে পিক্সেল ফোন

সম্প্রতি ‘গুগল ফর ইন্ডিয়া’র বার্ষিক অনুষ্ঠানে পিক্সেল ফোন ভারতে বানানোর পরিকল্পনা করছে এমনটাই জানিয়েছে গুগল।
এর পাশাপাশি আরও বেশকিছু ঘোষণা করে এই সার্চ ইঞ্জিন সংস্থা। তার বেশিরভাগই অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রকল্প। এছাড়াও, আর্থিক লেনদেনের অ্যাপ আরও নিরাপদ করার কথাও জানায় গুগল।

আরো পড়ুন : এআই দিয়ে ভিডিও বানিয়ে লক্ষ টাকা ইনকাম

পেমেন্ট অ্যাপ নিরাপদ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে গুগল। পাশাপাশি ভুল তথ্য ছড়ানো আটকাতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে সেবামূলক প্রকল্প হিসেবে তথ্য যাচাই সংস্থাকে অনুদান দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

২০১৬ সালে গুগল পিক্সেল ফোন বানাতে শুরু করে। এতদিন সফটওয়্যার পরিষেবা দিলেও সেই প্রথম হার্ডওয়্যারও বাজারে পা রাখে গুগল। এবার সেই ব্যবসা করেই ভারতের বাজার দখল করার পরিকল্পনা রয়েছে গুগলের।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর কথায়, ভারত আর গুগলের দুইয়ের জন্যই এটা সঠিক সিদ্ধান্ত। গুগুলের ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো এই দিন বলেন, ভারতে পিক্সেল স্মার্টফোনের চাহিদা বাড়ছে। সেই মাফিক জোগান নিশ্চিত করতেই এমন পদক্ষেপের কথা ভেবেছে গুগল।

Leave a Reply

Translate »