তামাক সেবনে মস্তিষ্কে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ

আইকোনিক ফোকাস ডেস্কঃ রক্তনালি ছিঁড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া বা মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হওয়াই স্ট্রোক। স্ট্রোকের কারণে শরীরের একপাশ অবশ হয়ে যায়, কথা বলায় দেখা দেয় জড়তা। স্বাভাবিক জীবনযাপন বিঘ্ন হয়। অনেকেই মৃত্যুবরণ করেন।

সবচেয়ে গুরুত্বপূর্ন হল বদঅভ্যাস- তামাক সেবন ও মদ্যপান যা হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, লিভার সিরোসিস এগুলোসহ মস্তিষ্কে স্ট্রোক ঘটাতে পারে। ধুমপানে স্ট্রোক ঝুঁকি দ্বিগুণ এর বেশি বাড়ে। ১৯৬৪ সাল থেকেই স্ট্রোক ও তামাক সেবন এর সম্পর্ক আমেরিকান সার্জন জেলারেল রিপোর্টে তুলে ধরা হয়।

বিষয়গুলো হল-
• ধুমপান প্রত্যক্ষভাবে মস্তিষ্কের রক্তনালীর রোগ বৃদ্ধির জন্য দায়ী।
• ধুমপান ইসকেমিক স্ট্রোক এর হার বাড়ায়।
• তামাক সেবন সাব-অ্যারাকনয়েড হেমোরেজ এর ঝুঁকি বাড়ায়।
• ধুমপান ছাড়ার চার থেকে পাঁচ বছর পরে স্ট্রোকের ঝুঁকি কমে অধুমপায়ীদের সমান হয়।

এছাড়াও আমাদের আশেপাশে মাইল্ড স্ট্রোকের হাড় বেড়েছে কয়েকগুণ। এ বিষয়ে এখনি সতর্ক হওয়া উচিত। মাইল্ড স্ট্রোক হলো স্ট্রোকের মতো কিছু উপসর্গ যা কয়েক মিনিটব্যাপী থাকে এবং তৎপরবর্তীতে শরীরের কোনো স্থায়ী দুর্বলতা দেখা যায় না। চিকিৎসা না নিলে মাইল্ডস্ট্রোক পরবর্তীতে রুগীদের প্রতি ১০ জনে ১ জন তিনমাসের মধ্যে মেজর স্ট্রোকে আক্রান্ত হয়। এক্ষেত্রে একজন স্ট্রোক বিশেশজ্ঞের পরামর্শ অনুযায়ী চেক আপ করা প্রয়োজন।

Leave a Reply

Translate »