স্পিনারের জায়গায় একজন ব্যাটার নেওয়ার কারণ জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

আইকোনিক ফোকাস ডেস্কঃ একজন মিস্ট্রি স্পিনারের অভাববোধ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন আলিস আল ইসলাম। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলা আলিস আঙুলের চোটে সিরিজের আগেই ছিটকে গেছেন।

তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে মিডলঅর্ডার ব্যাটার জাকের আলি অনিককে। স্পিনারের জায়গায় একজন ব্যাটার নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন,  ‘আমাদের পর্যাপ্ত স্পিনার আছে।

রিশাদ খুব ভালো বল করেছে। জাকের আলিকে নেওয়ার কারণ আমার মনে হয়েছে দলে মিডল অর্ডার ব্যাটার দরকার। নির্বাচক, কোচ সবারই মনে হয়েছে আরেকটা মিডল অর্ডার ব্যাটার দরকার। সেই কারণেই জাকেরকে অন্তর্ভুক্ত করা।

আরও পড়ুনঃ মুশফিক-মাহমুদকে শিরোপা উৎসর্গ করলেন তামিম

শ্রীলঙ্কা সিরিজের দল যখন ঘোষণা করা হয়, জাকেরের জায়গা না পাওয়া নিয়ে অনেক আলোচনাই হয়েছিল।

কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচকদের দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তবে স্পিনার আলিস ছিটকে যাওয়ার পর ভাবা হচ্ছিল, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সুযোগ পেতে যাচ্ছেন। বিশেষ করে চোট কাটিয়ে ফেরার পর বিপিএলে সাইফউদ্দিনের পারফর্ম সবার নজর কেড়েছে।

এখনই সাইফউদ্দিন সুযোগ না পাওয়ার কারণ হিসেবে নাজমুল জানিয়েছেন, ‘সাইফুদ্দিনের ব্যাপার যেটা মনে হয়, ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে।

তবে ইনজুরি থেকে আসার পর এ রকম একটা সিরিজ খেলা, আমাদের ফিজিও বা যারাই ছিলেন, সবার মনে হয়েছে ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি সে নিয়মিত পারফর্ম করবে, সামনে ডিপিএল আছে। তাহলে সুযোগ থাকবে।

Leave a Reply

Translate »