সহমর্মিতাকে ভণ্ডামি বলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর

আইকোনিক ফোকাস ডেস্কঃ বর্তমানে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ইতোমধ্যে বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। পিছিয়ে নেই তারকারাও। শোবিজের অনেকেই ইসরায়েলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তবে তারকাদের এই সহমর্মিতাকে ভণ্ডামি বলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

এর এক দিন পরেই পুরো ঘটনা নিয়ে নিজের মতামত জানিয়েছেন স্বরা ভাস্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সমসাময়িক নানা ঘটনা নিয়ে নিজের মত দেন স্বরা। ব্যতিক্রম হলো না এবারও।

আরও পড়ুনঃ প্লাস্টিক সার্জারি করতে গিয়ে প্রাণ গেল অভিনেত্রীর

স্বরা লিখেছেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল করা, জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনের শিশু-কিশোরদের হত্যা করা, কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়। তাহলে ইসরায়েলের ওপর এই হামাসের আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।

Leave a Reply

Translate »