শেষ হাসি বার্সেলোনার

আইকোনিক ফোকাস ডেস্কঃ কোনো ম্যাচে গোল হোক আর নাইহোক বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচে গোল হবেই সেটি অনেকটাই পূর্বনির্ধারিত। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কখনো বার্সা এগিয়ে যায়, কখনোবা ভিয়ারিয়াল। দেখা যায় গোলবন্যার।

সেই মোতাবেক লা লিগায় রোববারের (২৭ আগস্ট) রাতটা ছিল গোল উৎসবের রাত। বার্সা-ভিয়ারিয়ালের সাত গোলের রোমাঞ্চের ম্যাচে শেষ হাসিটা হেসেছে কাতালানরাই। ৪-৩ গোলে জয় তুলে নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

আরো পড়ুনঃফাঁদে পা দিলেন পরীমণি

প্রতিপক্ষের মাঠে গাভি ও ফ্রাংকি ডি ইয়ংয়ের সুবাদে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু এরপর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথের গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে ভিয়ারিয়াল।

বিরতি থেকে ফেরার পাঁচ মিনিটের মাথায় আলেক্স বায়েনার গোলে লিড নেয় স্বাগতিকরা।

তবে ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি বার্সেলোনার। ৬৮ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান তোরেস। বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেন তিনি।

ঠিক তার ৩ মিনিট পর ব্যবধানটা ৪-৩ করেন রবার্ট লেওয়ানভোডস্কি।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি ভিয়ারিয়ালের। যে কারণে আরও একটি হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয় তাদের।

Leave a Reply

Translate »