শাবিপ্রবির হলের অভ্যন্তরে ধূমপানে নিষেধাজ্ঞা

আইকোনিক ফোকাস ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধার পর এবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০১৮ সালে ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রায় ৪ বছর পর হলে ধূমপানে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো কতৃপক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের অভ্যন্তরে ধুমপান সম্পূর্ণভাবে নিষেধ। এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করা হয়। 

Leave a Reply

Translate »