মানবিক চিন্তা থেকে স্পর্শিয়ার ‘মরণোত্তর দেহদান’

আইকোনিক ফোকাস ডেস্কঃ নিজের জন্মদিনে ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এক সপ্তাহ আগেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন তিনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) এ অভিনেত্রীর জন্মদিন। আর বিশেষ এই দিনে বিশেষ ঘোষণা করলেন স্পর্শিয়া। আনুষ্ঠানিকভাবে এদিনই তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিলেন।

কেন এই সিদ্ধান্ত এর প্রশ্নের জবাবে স্পর্শিয়া বলেন, জন্ম নিলাম, বাঁচলাম, মরে চলে গেলাম, এটা চাই না। আমি নিজেকে ব্যবহার করতে চাই। আমি মানুষ, মানুষের উপকারে নিজেকে জড়িত করতে চাই।’

স্পর্শিয়া আরও বলেন, ‘আমি আসলে কেন জন্ম নিয়েছি, কেন বেঁচে আছি, আমার মৃত্যু কি শুধুই একটা মৃত্যু হবে? এসব চিন্তা থেকেই সিদ্ধান্ত নেয়া। আমি মৃত্যুর পরেও কারো উপকারে আসতে চাই। বেঁচে থেকে মানুষের কতোটুকু উপকারে আসতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি মারা যাওয়ার পরে যেন কারো উপকারে আসতে পারি।’

আরও পড়ুনঃ এষা-সানি বাবার জন্মদিনে যা লিখলেন

Leave a Reply

Translate »