মাটির নীচে পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার কোটি টাকা

আইকোনিক ফোকাস ডেস্কঃ রাশি রাশি সোনা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ৩৯ ঘণ্টার অভিযানে নগদ আট কোটি টাকাসহ উদ্ধার হয় প্রায় তিন কেজি সোনা। সপ্তাহ দুয়েক আগে দেশটির কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল আয়কর দপ্তর।

টাকা উদ্ধার এবার তল্লাশি চালিয়ে এক ব্যবসায়ীর বাড়ির মাটির নিচে পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে নগদ অর্থসহ করতে রীতিমতো হিমশিম খেতে হয় দেশটির আয়কর কর্মকর্তাদের। মাটির নীচে একটি পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম শঙ্কর রাই।তিনি মধ্যপ্রদেশের দামোহ জেলার বাসিন্দা। আয়কর দপ্তরের জব্বলপুর বিভাগের যুগ্ম কমিশনার মুনমুন শর্মা বলেন, ‘‘রাই পরিবারের বাড়ি থেকে আট কোটি টাকা উদ্ধার হয়েছে। এর মধ্যে এক কোটি টাকা মাটির নীচে ট্যাঙ্কের মধ্যে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে।এ ছাড়া তিন কেজি সোনাও উদ্ধার হয়েছে।

Leave a Reply

Translate »