বিশ্রামে সাকিব আল হাসান

আইকোনিক ফোকাস ডেস্কঃ অনুশীলনের সময় পাওয়া গোড়ালির চোটে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ছিটকে যেতে হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি থেকে। খুব একটা গুরুতর না হলেও সেই চোট তাকে চোখ রাঙানি দিচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে না খেলার।

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সোমবার (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের সেই ম্যাচে খেলা নিয়ে জেগেছে অনিশ্চয়তা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে বাংলাদেশের। সেই ম্যাচ থেকেই মাঠে নামবেন সাকিব আল হাসান।

আরো পড়ুনঃঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলায় নিহত ৫২

দলীয় সূত্রে জানা গেছে সতর্কতাবশত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাকে না খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

এদিকে সাকিবের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশেকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দেশসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই লঙ্কানদের উড়িয়ে দেয় টাইগাররা।

শ্রীলঙ্কার দেওয়া ২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৪৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

Leave a Reply

Translate »