বিপিএলে নতুন দল পেলো হৃদয়

আইকোনিক ফোকাস ডেস্কঃ আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সময়ের হিসেবে এখনও তিন মাস বাকি এই টুর্নামেন্টের। তবে এখন থেকেই দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে ভেড়াল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের গত আসরে সিলেট স্ট্রাইকার্সে খেলেছিলেন হৃদয়। তবে এবার কুমিল্লার হয়ে মাঠে মাতাবেন টপ-অর্ডার এই ব্যাটার।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরো পড়ুনঃনিউজিল্যান্ডকে হারালেই উন্নতি হচ্ছে র‍্যাঙ্কিংয়ের

ফ্র্যাঞ্চাইজিটির ভাষ্য, অপেক্ষার প্রহর শেষ! তাওহীদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য।

হৃদয়কে দলে ভেড়ানোর পাশাপাশি তিন ক্রিকেটারকে রিটেইন করেছে কুমিল্লা। লিটন দাস, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্সরা।

সিলেটে দারুণ এক মৌসুম কাটিয়েছেন তাওহীদ। বিপিএল থেকেই জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন এই ব্যাটার। পরে ডাক পান জাতীয় দলে। এখন তো বিশ্বকাপ পরিকল্পনার অন্যতম নামও তিনি।

বিপিএলে সিলেটের জার্সিতে ৪০৩ রান করেছেন তাওহীদ। ১৩ ম্যাচে ৩৬ দশমিক ৬৪ গড় এবং ১৪০ দশমিক ৪২ স্ট্রাইক রেটে এই রান করেছেন এই ব্যাটার। আর পাঁচটি অর্ধশতক নিয়ে টুর্নামেন্টে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় তিনে ছিলেন তাওহীদ।

Leave a Reply

Translate »