বাড়িতে থাকা পোষা প্রাণী থেকেই হতে পারে অ্যালার্জি

আইকোনিক ফোকাস ডেস্কঃপোষা প্রাণীর কারণে এলার্জির সমস্যা দেখা দিতে পারে। অনেকেই ভাবেন যে এসব সমস্যা থাকলেই পোষা প্রাণী রাখা যাবে না। তবে একটু সতর্ক থাকলেই সমস্যাগুলো এড়ানো যায়। এসব সমস্যা হলে কীভাবে নিস্তার পাবেন? বা কি করণীয় হতে পারে? তা নিয়েই আমাদের আজকের আলোচনা। যেমন-

আরও পড়ুন ঃসফল মানুষদের গোপন ৭ টি অভ্যাস 

পেট এলার্জি কেন হয়?

বর্তমান সময়ে এলার্জির মাত্রা বেড়ে গেছে। অন্তত ত্রিশ বছর আগেও এমনটি ছিলো না। এর কোনো সুনির্দিষ্ট কারণ আমাদের জানা নেই। তবে শারিরীক কসরত এবং স্বাস্থ্যসচেতনতার অভাবে এমনটা হয়। বিশেষত পোষা প্রাণীর দেহে কিছু অনুজীব বাস করে। খুব ছোট বয়সে কোনো শিশু যদি পোষা প্রাণীর সংস্পর্শে থাকলে এলার্জির সমস্যা হয় না। মূলত মাইক্রোবের সঙ্গে মানিয়ে না নেওয়ার প্রবণতাই দায়ী।

  • পেট প্রোটিন এলার্জেন একটি বড় কারণ আপনার এলার্জির। সেক্রেটোগ্লোবিন, লিপোক্যালিনস, কেলিক্রেইনস নামক তিনটি প্রোটিন মূলত এই এলার্জির জন্যে দায়ী।
  • বাইরের অনেক কিছু থেকেই আপনার পোষা প্রাণী কিছু উপাদান বহন করে আনতে পারে যাতে এলার্জি হয়ে ওঠে। সেগুলোর ব্যাপারে লক্ষ্য রাখতে শিখুন।
  • অনেক সময় পোষা প্রাণী নোংরা স্থানে যাতায়াত করার অবাধ সুযোগ পেলে শরীরে অনেক বাজে মাইক্রোব বহন করে নিয়ে আসে।

Leave a Reply

Translate »