বর্তমান পাক দলের খেলোয়াড়দের ভুড়ি বেড়ে গেছেঃ মিসবাহ

আইকোনিক ফোকাস ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দলের। কিন্তু প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হারার পর পাকিস্তান দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমালোচনায় সরব হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক।

সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে ৪৮ বছর বয়সী মিসবাহ বলেন, বর্তমান পাক দলের খেলোয়াড়দের ভুড়ি বেড়ে গেছে। কারণ, বাবর-রিজওয়ানরা ফিটনেসের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না।

মিসবাহ আরও জানিয়েছেন, আগের কোচিং স্টাফদের অনেকেই দল ছেড়ে চলে যাওয়ায় এ অবস্থা হয়েছে। এজন্য পাকিস্তান দলের প্রশিক্ষকের দিকে আঙুল তুলেছেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিন বছরের চুক্তিতে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ। বোর্ডের ওপর রাগে অভিমানে এক বছর বাকি থাকতেই পদত্যাগ করেন তিনি।

মিসবাহ জানান, তিনি যখন পাকিস্তানের প্রধান কোচ ছিলেন, তখন খেলোয়াড়দের ফিট রাখার চেষ্টা করতেন। কিন্তু তাকে ভালো কোচ হিসেবে বিবেচনা করা হয়নি। তাই তার পদ ছেড়েছেন।

Leave a Reply

Translate »