প্রাকৃতিকভাবে মুখের দুর্গন্ধ দূর করার উপায়

আইকোনিক ফোকাস ডেস্কঃ অনেক সময়ই দুর্গন্ধযুক্ত শ্বাস বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়ায়। তাই মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করতে দারুচিনি ও লবঙ্গ খুব উপকারি। এক কাপ পানিতে ১০ থেকে ১৫ ফোটা দারুচিনি ও লবঙ্গ তেল যুক্ত করে ভালোভাবে মেশিয়ে মাউথওয়াস তৈরি করুন। এটার ব্যবহারে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে।

এছাড়া দুই চা-চামচ অ্যাপল সিডার ভিনেগার এক কাপ লবণপানি ও ভ্যানিলা এসেনশিয়াল অয়েল একটি বাটিতে মেশান। এ মিশ্রণ ব্যবহার করে নিয়মিত মুখগহ্বর পরিষ্কার করতে পারেন।

যাদের মাড়ি থেকে রক্ত বের হয় বা যারা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চান, তারা নিমের দাঁতন ব্যবহার করতে পারেন। বহুকাল আগে থেকেই মুখের সুরক্ষায় প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে নিম ব্যবহার হয়ে আসছে।

সর্বোপরি, যারা বেশি ঝামেলায় যেতে চান না, তারা হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে তা কুলি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে।

Leave a Reply

Translate »