বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

আইকোনিক ফোকাস ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু ও আরও ৩৪২ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪২ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশালে ১১০ জন, পিরোজপুরে ৫৪ জন, ঝালকাঠিতে ১২ জন, ভোলায় ৪৯ জন, পটুয়াখালীতে ৯৯ জন ও বরগুনা ২৭ জন।

এদিকে চলতি বছরের এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ৩৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৪০ জন। এখনও বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার ১৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ ১৭ বছর পর পর্দায় ফিরছে ‘মুন্নাভাই

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯ জন মারা গেছেন। তাদের মধ্যে বরিশালে ৫৪ জন, ভোলায় আটজন, পটুয়াখালীতে পাঁচজন, বরগুনায় পাঁচজন ও পিরোজপুরে সাতজন।

Leave a Reply

Translate »