নিউজিল্যান্ড ঢাকা আসছে এশিয়া কাপের পরেই

আইকনিক ফোকাস ডেস্কঃ প্রায় দীর্ঘ দেড় মাসের বিরতির পর চলতি মাসের শেষ থেকে থেকেই এশিয়া কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি । এশিয়া কাপ মিশন শেষ করে দেশে ফিরতেই নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে টাইগাররা। সেপ্টেম্বরের শেষদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা আসছে টিম নিউজিল্যান্ড।

এখনও সূচি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সিরিজটির সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র।

বোর্ডের সেই কর্তার দেয়া তথ্য মতে, ২১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজটি। ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুটি ম্যাচ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

আরো পড়ুনঃঅ্যাশেজের পর টেস্ট ব্যাটিংয়ে কার টেস্ট র‍্যাঙ্কিং কত?

তিনি বলেন, ‘সেপ্টেম্বরের মাঝামাঝি নিউজিল্যান্ড ঢাকা আসবে। ২১, ২৩ ও ২৬ তারিখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের ম্যাচগুলো।’

এদিকে বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে তবে টাইগারদের টুর্নামেন্টের মিশন শেষ হবে ১৭ সেপ্টেম্বর। ৩১ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবেন সাকিব-মুশফিকরা।

নিউজিল্যান্ড সিরিজ শেষ করতে না করতেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ৫ অক্টোবর শুরু হবে প্রায় দেড় মাসের এই মহাযজ্ঞের। বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের ৭ অক্টোবর, প্রতিপক্ষ সেই আফগানিস্তান।

Leave a Reply

Translate »