নামাজের আগে ‘বিসমিল্লাহ’ পড়া কী সুন্নাত  

আইকোনিক ফোকাস ডেস্কঃ নামাজে সুরা ফাতেহার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত। তবে অনেক ইসলামিক স্কলার বিসমিল্লাহকে সুরা ফাতেহার প্রথম আয়াত হিসেবে সাব্যস্ত করেছেন। সে হিসেবে নামাজে সুরা ফাতেহা পড়লে তো বিসমিল্লাহ এমনিতেই পড়তে হবে। আর বিসমিল্লাহ যদি সুরা ফাতেহার আয়াত না-ও হয়; তবে অনেকে সুরা ফাতেহার আগে বিসমিল্লাহ পড়াকে সুন্নাত বলেছেন।

 

সুরা তাওবা ছাড়া কোরআনুল কারিমের প্রতিটি সুরার আগে বিসমিল্লাহ আছে। স্বাভাবিকভাবেই কোরআনুল কারিম তেলাওয়াত করার সময় সব সুরার আগেই বিসমিল্লাহ পড়া হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সুরার আগে বিসমিল্লাহ পড়তেন। তাছাড়া তিনি সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে বলেছেন। সে হিসেবে দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে ভালো কাজ হলো ‘নামাজ’।

 

সুতরাং নামাজের নিয়ত বেঁধে সুরা ফাতেহার শুরুতে শুধু ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ নয় বরং তাকবিরে তাহরিমার পর ছানা পড়ে প্রথমে আউজুবিল্লাহ পড়া। এরপর ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়ে সুরা ফাতেহা পড়া। এরপর পরবর্তী রাকাআতগুলোতে সুরা ফাতেহা ও অন্য সুরা পড়ার আগেও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পড়া।

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের শুরুতে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়ার তাওফিক দান করুন। সুন্নাতের অনুসরণ ও অনুকরণ করার তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Translate »