দ্বিতীয় ওয়ানডে আফগানিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে বাংলাদেশ

আইকোনিক ফোকাস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আজ| সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল বৃষ্টি আইনে ১৭ রানে। তাই আজ সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই|

তামিম ইকবালের হঠাৎ অবসরের ইস্যুকে একপাশে রেখে, আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ।

এর আগে বৃষ্টি আইনে প্রথম ওয়ানডে  হেরে যাওয়ায় দ্বিতীয়টি বাংলাদেশের সামনে ‘মরা বাঁচার লড়াই’ ম্যাচে পরিণত হয়েছে। এ ম্যাচে হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ  পরাজয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

আরও পড়ুন ঃ তামিমের জরুরি সংবাদ সম্মেলন, কিন্তু কেন?

ঘরের মাঠে দ্বিপাক্ষীক সিরিজে দুর্দান্ত রেকর্ড এবং আসন্ন বিশ্বকা বিবেচনায় আফগানিস্তানের কাছে সিরিজ হার বড় ধাক্কা বয়ে আনবে বাংলাদেশের জন্য। ২০১৫ সাল থেকে ঘরের মাঠে মাত্র দু’টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দু’বারই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে টাইগাররা।

কিন্তু রেকর্ডটি ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসর শুধুমাত্র ক্রিকেট জগতকে অবাক করেনি, খেলোয়াড়দেরও অনেক বেশি আবেগপ্রবণ করেছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, সিরিজের মাঝে অধিনায়কের হঠাৎ অবসর সবসময়ই মানসিক চাপ। এখন দেখার বিষয়, বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে এই চাপকে কাটিয়ে উঠতে পারে।

তামিমের অবসরে দলে পরিবর্তন এসেছে। ইতোমধ্যেই তামিমের জায়গায় রনি তালুকদারকে দলে নিয়েছে বাংলাদেশ এবং সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক লিটন দাস।

Leave a Reply

Translate »