কবরে মিলল নবম শতাব্দীর স্বর্ণমুদ্রা

ইসরায়েলে এক কবর খুড়তে গিয়ে ৪০০টি স্বর্ণমুদ্রা পেলো দুই কিশোর৷ মূল্যবান কয়েনগুলো ১১০০ বছর আগে মাটির নীচে পুতে রাখা হয়েছিলো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

দুই কিশোর কবর খোড়ার সময় হঠাৎ করেই পেয়ে যায় চকচকে ৪০০টি স্বর্ণমুদ্রা৷ অত্যন্ত বিরল এই স্বর্ণমুদ্রাগুলো ১,১০০ বছর আগের মাটির নীচে পুতে রাখা হয়েছিলো জানান ইসরালের পুরাকীর্তি গবেষক লিয়াত নাদাভ জিভ এবং এলি হাদ্দাদ৷ কয়েনগুলোর বেশিরভাগই আব্বাসীয় সময়কালের তবে সেগুলো এতটাই চকচক করছে দেখে মনে হয় যেন গতকালই রাখা হয়েছে৷ গত সোমবার এসব তথ্য জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ৷

জাভনে শহরের এক সংবাদমাধ্যম জানায়, তরুণ দুইজন সামরিক সার্ভিসে যোগ দেওয়ার আগে একটি স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিয়েছিলো এবং সেখানেই তারা এই অবিশ্বাস্য সোনার কয়েনগুলো আবিস্কার করে৷ রিপোর্টে বলা হয়, তরুণদের একজন ওজ কোহেন মাটি খোড়ার সময় পাতলা পাতার মতো যেন কি দেখতে পায়, পরে সে আরো কাছে যেয়ে বুঝতে পারে সেগুলো পাতা নয়, অনেকগুলো সোনার পয়সা! যা সত্যিকার অর্থেই আনন্দদায়ক।

মুদ্রাবিশেষজ্ঞ রবার্ট কুল জানান, কয়েনগুলো খাঁটি সোনার তৈরি ওজন প্রায় ৮৫০ গ্রাম এবং এগুলো নবম শতাব্দীর শেষের দিকে তৈরি করা হয়েছিলো ।

Leave a Reply

Translate »