আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলামঃ বর্ষা

আইকোনিক ফোকাস ডেস্কঃ শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘দিন দ্য ডে’র বিশেষ শো-এর আয়োজন করা হয়েছিলো। সেখানে হাজির হয়েছিলেন অনন্ত জলিল ও বর্ষা।

এ সময় বর্ষা বলেন, ‘একটা সিনেমা রিলিজ হলে আমরা হলে গিয়ে উল্লাস করতে পারি, মজা করতে পারি। কিন্তু যারা শারীরিক প্রতিবন্ধী আছেন, তারা সেই আনন্দ থেকে বঞ্চিত হোন। তারা ফিল করে আমরাও যদি এভাবে হাঁটতে পারতাম, তাদের মতো মজা করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমার কাছে ভীষণ ভালো লাগছে, এখানে নানান বয়সী মানুষ এসেছেন। তারা যে এত গরমে সিনেমাটি দেখার জন্য এসে ধৈর্য নিয়ে বসে আছে, এটাই বড় পাওয়া।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে একটি বাচ্চা বের হয়ে গেছে। আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিলো, সে যেন আমারই মেয়ে। কখনও যদি আমার মেয়ে হয়, এমনই হবে। তখন আমি ময়মনসিংহের ডিসির সঙ্গে কন্টাক্ট করি। বাচ্চাটি কেমন আছে, কোনকিছু লাগবে কিনা- জানতে চাই। এরপর আমি বাচ্চাটাকে হেল্প করেছি। সেই অ্যামাউন্টটা এখন বলতে চাই না। ভেবেছিলাম, ফ্রি হলে বাচ্চাটিকে দেখতে যাবো। কেন জানিনা মনে হচ্ছিলো সে আমারই মেয়ে। গতরাতে নিউজে দেখলাম তাকে ঢাকা আনা হয়েছে। খুব শিগগির আমি বাচ্চাটাকে দেখতে যাবো। আমি বর্ষা, যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি ততোদিন যাতে বাচ্চাটাকে দেখাশোনা করতে পারি (দূর থেকে হলেও)।’

Leave a Reply

Translate »