আমি কিন্তু ডাল-ভাত খাওয়া বাঙালি

আইকোনিক ফোকাস ডেস্কঃ পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। খুব অল্প সময়ের মধ্যেই লাস্যময়ী হাসি এবং অভিনয় দক্ষতায় সবার নজর কেড়েছেন তিনি। বর্তমানে কলকাতার গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুধুমাত্র পারিশ্রমিকের জন্য দক্ষিণী সিনেমায় কাজ করছেন না বলে জানিয়েছেন ঋত্বিকা।

অভিনেত্রী বলেন, খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলাম। পারিশ্রমিকের কথা ভাবলে হয়তো ক্যারিয়ার নিয়ে এতোটা মাথা ঘামাতাম না। বিগত কয়েক বছরে দক্ষিণী ইন্ডাস্ট্রিকে নিয়ে সারাদেশের মানুষ কথা বলছেন। সেখানে কাজ করা মানে নতুন কিছু শেখার পাশাপাশি আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ রয়েছে। পারিশ্রমিকের কথা ভেবে আমি দক্ষিণী সিনেমায় অভিনয় করছি না!

অভিনেত্রী আরও বলেন, দক্ষিণের মানুষ আমাকে কিন্তু ‘বাঙালি মেয়ে’ হিসেবে চেনেন। আর আমি সেখানে বাংলার প্রতিনিধিত্ব করি। এর মধ্যে তো খারাপ কিছু নেই। আমি কিন্তু ডাল-ভাত খাওয়া বাঙালি।

Leave a Reply

Translate »