এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি আমি

আইকোনিক ফোকাস ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ভারতে। বর্তমানে ঢালিউডের চেয়ে টলিউডেই ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ভারতকে কখনও আলাদা দেশ ভাবতেন না বলে জানিয়েছেন জয়া।

পশ্চিমবঙ্গে আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এ কারণে বর্তমানে সিটি অব জয়ে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই এই মন্তব্য করেন জয়া।

অভিনেত্রী বলেন, ভারতকে কখনও আলাদা দেশ ভাবতাম না। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন ভারত আমাদেরই দেশ। বাবা সবসময় দু’দেশের কথা বলতে গিয়ে ‘আমরা’ করেই বলতেন। কলকাতাকে আলাদা করে দেখেননি। বর্তমানে সেটাকে নতুন করে পাওয়া আমার কাজের মধ্য দিয়ে।

বাবাকে স্মরণ করে জয়া বলেন, আজ বাবা বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। এখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি। এখানকার মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি আমি।

Leave a Reply

Translate »