অস্কারজয়ী ‘প্যারাসাইট’ অভিনেতার মরদেহ উদ্ধার

আইকোনিক ফোকাস ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার অস্কারজয়ী সিনেমা প্যারাসাইটের অভিনেতা লি-সান কিয়ুনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তার গাড়ির ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কোরিয়ার জনপ্রিয় এই অভিনেতাকে আজ বুধবার সিউলের একটি পার্কে রাখা গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন এমনটা ধারণা করা হচ্ছে, তবে পুলিশ তদন্তের পর বিষয়টি নিশ্চিত করবে।

গত অক্টোবর থেকে ৪৮ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে মাদকগ্রহণের অভিযোগে তদন্ত চলছিল। ইয়োনহাপ জানায়, লি-সান সিউলের একটি বারে একজন কর্মীর সঙ্গে মাদক গ্রহণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে প্যারাসাইট ও কোরীয় সিনেমার তারকা অভিনেতা তার বিরুদ্ধে ইচ্ছাকৃত মাদক গ্রহণের অভিযোগ অস্বীকার করেছিলেন, জানিয়েছিলেন বারের নারী কর্মী তাকে যা সেবন করতে দিয়েছিলেন সেটি যে অবৈধ মাদক তা সেটি তার জানা ছিল না।

২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। শুধুমাত্র ‘প্যারাসাইট’ নয়, তা ছাড়াও ‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

Leave a Reply

Translate »