iPhone-এর স্পিকারে বৃষ্টির পানি ঢুকে গিয়েছে ? জেনে নিন সমাধান কৌশল

আইকোনিক ফোকাস ডেস্কঃশুরু হইছে জুলাই আর জুলাই মানেই ভরপুর বৃষ্টি । এই বৃষ্টিতে ফোন রাখতে হবে সাবধানে । অন্যথায় বৃষ্টির পানি প্রবেশ করতে পারে আপনার প্রিয় ফোনের যেকোনো অংশে । যদি আপনার ফোনটি হয়  iPhone হয়, তাহলে বৃষ্টির দিনে তার যত্ন একটু ভাল করেই নিতে হবে । যদিও  iPhone এই IP68 রেটিং দেওয়া হয়। এই রেটিংয়ের অর্থ হল, ফোনে জলের ছিটেফোঁটা বা ধুলোবালি থেকে রক্ষা করা যেতে পারে। 

সাধারণত, iPhone বা বিভিন্ন Android ফোনে IP68 থাকার ফলে স্পিকারের কোনও ক্ষতি হয় না। জল যেভাবেই তাতে প্রবেশ করুক, এই বিশেষ রেটিং থাকার ফলে তা নিজে থেকেই বাস্পীভূত হয়। কিন্তু তারপরেও যদি তা কাজ না করে, প্রচণ্ড বৃষ্টিতে ফোনের স্পিকারে বেশি পরিমাণে জল ঢুকে গেলে তা নিজে থেকে বাস্পীভূত হতে একটু বেশিই সময় নিয়ে নেয়। সেক্ষেত্রে জল শুকানোর প্রক্রিয়াটি দ্রুত করতে আপনার জন্য সহজ একটি সমাধান রয়েছে। iPhone-এর সেই কৌশলটি এখনই জেনে নিন।

iPhone-এর স্পিকার
iPhone-এর স্পিকার
iPhone-এর স্পিকার থেকে চটজলদি পানি বের করতে পারেন – 

আরও জানুন ঃবাসায় বসেই তৈরী করুন কুমিল্লার ঐতিহ্যবাহী ‘রসমালাই’

একটি চমৎকার শর্টকাট রয়েছে, যার নাম Water Eject। এর সাহায্যে আপনি যে শুধুই ফোন থেকে দ্রুত জল বের করতে সক্ষম হবেন এমনটা নয়। সেই সঙ্গেই আবার আপনার ফোনটাও দুরন্ত দেখাবে। নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন –

1) প্রথমে আপনাকে Google-এ গিয়ে Water Eject শর্টকাটটি খুঁজে বের করতে হবে এবং তারপরে সেটি আপনাকে শর্টকাটস গ্যালারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

2) একবার ডাউনলোড হয়ে গেলে সেটিকে লঞ্চ করুন এবং ‘Add Shortcut’ বাটনে ট্যাপ করুন।

iPhone-এর স্পিকার
iPhone-এর স্পিকার

3) এবার Siri-কে নির্দেশ দিতে হবে। বলুন, ‘Hey Siri, Water Eject’ অথবা শর্টকাট অ্যাপে গিয়ে ট্যাপ করতে পারেন।

4) এর ফলে আপনার ফোনে ওই শর্টকাটটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং একটি পপ-আপ মেনু চলে আসবে। পরবর্তীতে ধাপে যেতে ‘Start’ প্রেস করুন।

আপনি 1 থেকে 3 পর্যন্ত একটি লেভেল বেছে নিয়ে প্রক্রিয়াটির ইনটেন্সিটি অ্যাডজাস্ট করতে পারেন। লেভেল যত বেশি হবে, প্রক্রিয়াটি তত বেশি বার চলবে। একবার আপনি এই প্রক্রিয়াটি চালু করলে শর্টকাটটি স্পিকার থেকে একটি শব্দের সৃষ্টি করবে। এই শব্দই আসলে শক্তিশালী বায়ু কম্পন তৈরি

iPhone-এর স্পিকার
iPhone-এর স্পিকার

করতে যথেষ্ট শক্তিশালী যা আপনি স্পিকার আউটলেটের কাছে আপনার আঙুল রাখলে অনুভব করতে পারেন। তবে এই প্রক্রিয়া চলার সময় আশপাশে আপনার Airpod যাতে না থাকে, সেই দিকটিও নিশ্চিত করুন। এয়ারপড থাকলে প্রক্রিয়াটি আরও বেশি শব্দ করতে পারে।

 

Leave a Reply

Translate »