সনাতন ধর্ম অবলম্বিদের নিয়ে তামিলনাড়ুর মন্ত্রীর বক্তব্যে তোলপাড়

আইকোনিক ফোকাস ডেস্কঃ তামিলনাড়ু রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্টালিন বলেন,‘সনাতন ধর্ম জাতি ও ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমি নিপীড়িত ও প্রান্তিক মানুষদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে বিভিন্ন সমস্যায় ভোগেন। আমার প্রতিটি কথায় দৃঢ়তার সঙ্গে অনড় আছি।

সনাতন ধর্ম নিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া উন্নয়নমন্ত্রী উদয়নিধি স্টালিনের মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের রাজধানী চেন্নাইয়ে শনিবার লেখকদের এক সম্মেলনে উদয়নিধি সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেন। এ নিয়ে সমালোচনায় ফেটে পড়েছেন কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি বলেন, ‘সনাতন ধর্ম ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো। তাই একে নির্মূল করতে হবে এবং এ নিয়ে বিরোধিতা করা উচিত নয়।

ওই বক্তব্যের সমালোচনা করে বিজেপি নেতা অমিত মালভিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) দেয়া পোস্টে লিখেন, “রাহুল গান্ধী ‘মহব্বত কি দুকান’-এর কথা বলেন। অপরদিকে কংগ্রেসের মিত্র ডিএমকের উত্তরসূরি সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেন। কংগ্রেসের নীরবতা এ গণহত্যার আহ্বানের প্রতি সমর্থন। সুযোগ পেলে সহস্রাব্দের পুরোনো সভ্যতাকে ধ্বংস করে দেবে আই.এন.ডি.আই.এ (ইন্ডিয়া) জোট।

আরও পড়ুনঃ নিষেধাজ্ঞার পরেও আদিনা মসজিদে হিন্দু সাধুর পূজা, চলছে বিতর্ক।

উদয়নিধির বক্তব্যের সঙ্গে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী জোটকেও জুড়ে দেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান মালভিয়া। তিনি বলেন, বিরোধী জোটের অন্যতম সঙ্গী ডিএমকে ও কংগ্রেস।

ইন্ডিয়া নামে বিজেপিবিরোধী যে জোট করা হয়েছে, তার অন্যতম শরিক স্ট্যালিনের দল ডিএমকে।

উদয়নিধির ওই মন্তব্যে বিজেপির পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ধর্ম নিয়ে ওই মন্তব্যের জন্য উদয়নিধির নামে মামলা হওয়া উচিত বলেও মত দেন অনেকে, তবে উদয়নিধি তার বক্তব্যে অটল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) পোস্ট করে দাবি করেন, যারা সনাতন ধর্মের অনুসারী তিনি মোটেও তাদের গণহত্যার ডাক দেননি।

তিনি বলেন, ‘সনাতন ধর্ম জাতি ও ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমি নিপীড়িত ও প্রান্তিক মানুষদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে বিভিন্ন সমস্যায় ভোগেন। আমার প্রতিটি কথায় দৃঢ়তার সঙ্গে অনড় আছি।

Leave a Reply

Translate »