বিশ্বকাপের দল ঘোষণায় বিলম্ব!!

আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিনব উপায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এ তালিকায় আছে ভারত কিংবা দূর্বল উগান্ডাও। তবে ব্যতিক্রম বাংলাদেশ। নতুনত্ব দূরের কথা, কবে ঘোষণা করা হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড তা জানা নেই কারো। এ জন্য অবশ্য ক্রিকেটার সংকটকে দুষলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সপ্তাহ তিনেকের মতো বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের। মেগা এই আসরের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অধিকাংশ দল। তবে বরাবরের মতোই টাইগার ম্যানেজমেন্ট হেঁটেছে ভিন্ন পথে। যদিও শেষ মুহূর্তে দল ঘোষণা বিসিবির জন্য নতুন কোন বিষয় নয় মোটেও।


অবশ্য নিয়মানুসারে এরই মধ্যে একটা খসড়া স্কোয়াড জমা দেয়া হয়েছে আইসিসিতে, যা পরিবর্তন করা যাবে ২৫ মে পর্যন্ত। গত  কয়েক আসরের দল নির্বাচনের মূল দায়িত্ব ছিলো যার কাঁধে, টাইগারদের সাবেক সেই প্রধান নির্বাচকের কাছেই জানতে চাওয়া, এমন অপেক্ষার কারণ।

বর্তমানে চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘একটা জিনিস সবসময় কাজ করে, আমাদের কিন্তু খেলোয়াড় সংখ্যা খুবই কম। সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদের দলটা গঠন করতে হয় এবং এখানে যদি কোনো ইনজুরি কনসার্ন থাকে, সেটাও মাথায় কাজ করে। তার জন্য অপেক্ষা করতে হয়, যাতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার ফিটনেসটা যেন আপ টু দ্য মার্ক আসে, এরপর দলটা ঘোষণা করা হয়।

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে আর আমেরিকার বিপক্ষে সিরিজ প্রস্তুতির জন্য আদর্শ, নাকি নয় -এ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। পেশাদারিত্ব আর ব্যস্ত শিডিউলে এই ইস্যুতে অবশ্য বাস্তবতায় পা নান্নুর। কথা বললেন ভীনদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এ দেশি ক্রিকেটারদের কম অংশগ্রহণ আর এনওসি ইস্যুতে বিসিবি সঙ্গে জটিলতা নিয়েও।

নান্নু বলেন, ‘আফগানিস্তানের মতো দলের প্রায় আট-নয়জন ফ্রন্টলাইনের খেলোয়াড় আইপিএলে খেলছে বা অন্যান্য লিগে। আমাদের দেশে টি-টোয়েন্টি ফরম্যাটের কয়টা প্লেয়ার আছে? ওয়ার্ল্ড কাপ বা যে কোনো টুর্নামেন্ট  যখন ডেট দেয়, এর দুই থেকে তিন সপ্তাহ আগে থেকেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়। কারণ এখন আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু প্রচুর ক্রিকেট। এই জায়গায় কিন্তু প্রস্তুতি নিতে হয় যে, আগামীকাল কী হবে? আপনি এখন বসে কিন্তু তিন মাস পরে কী হবে, তা চিন্তা করতে পারবেন না।


গত কয়েক বছর ধরে দাবি উঠেছে প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ক্যালেন্ডারের সময়সূচি পরিবর্তনের। সম্প্রতি সে আলোচনা আরো উস্কে দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা নান্নুর কাছে জানতে চাওয়া এই ইস্যুতে তাদের মতামত।

আরও পড়ুন:ইন্ডিয়ার বিপক্ষে লড়াইও করতে পারল না বাংলাদেশ!!


নান্নু জবাবে বলেন, ‘সবার সমন্বয়েই কিন্তু ক্যালেন্ডারটা রেডি করা হয়। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এটা নিয়ে কাজ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে ম্যাচ বাড়ছে এখানে ডোমেস্টিক ক্রিকেটটা অ্যাডজাস্ট করাটা কঠিন। জাতীয় দলের খেলোয়াড়দের যদি ৭০ থেকে ৭৫ শতাংশ অংশগ্রহণ চায়, তাহলে এটা খুবই কঠিন। তখন ডোমেস্টিক ক্রিকেটটাকে কিন্তু আপনার ভিন্নভাবে সাজাতে হবে।


এদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আসন্ন বিসিএল চারদিনের পাশাপাশি ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
 

Leave a Reply

Translate »