আয়ারল্যান্ডের ভিসা পাননি আমির, তাকে ছাড়াই দেশ ছাড়তে হল দলের~!

আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিমান করে ২০২০ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন মোহাম্মদ আমির। ৪ বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। তবে এবার আরেক সমস্যায় আমির। আয়ারল্যান্ড সিরিজের জন্য পুরো দল ভিসা পেলেও আটকে গেছে তার ভিসা।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। স্বল্প সময়ের সফরে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ খেলবে বাবর আজমের দল। ১০মে সিরিজের প্রথম ম্যাচ।

আয়ারল্যান্ড সফরের জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছে পাকিস্তান দল। তবে একা আটকে গেছেন মোহাম্মদ আমির। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ভিসা পাননি এই ক্রিকেটার।

আরও পড়ুন:ইন্ডিয়ার বিপক্ষে লড়াইও করতে পারল না বাংলাদেশ!!

যেকোনো দ্বিপাক্ষিক সিরিজের জন্য অতিথি দলের ভিসা নিশ্চিত করার দায়িত্ব থাকে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডের। আমিরের ভিসা নিয়ে তাই কাজ চালিয়ে যাচ্ছে আইরিশ ক্রিকেট বোর্ড। পিসিবিও নিয়মিত আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

এই সিরিজের আগে ভিসা নিয়ে ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে পেরেছেন তিনি।

দুইদিন পরেই আয়ারল্যান্ড সিরিজ। আমিরের ভিসা কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই এই সিরিজে তারকা পেসারকে পাওয়ার বিষয়ে সংশয় দেখা গেছে।

আগামী ১০, ১২ ও ১৪ মে পাকিস্তানকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে আয়ারল্যান্ড। 

Leave a Reply

Translate »