ইন্ডিয়ার বিপক্ষে লড়াইও করতে পারল না বাংলাদেশ!!

আইকোনিক ফোকাস ডেস্কঃ গত বছর ওয়ানডে সিরিজে ভারতকে রুখে দিয়ে দারুণ চমক দেখিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরেও হারমানপ্রীতদের টক্কর দিয়ে সিরিজ জমিয়ে তুলেছিল নিগার সুলতানারা। তবে এবার সিলেটে টি-টোয়েন্টি সিরিজে প্রতিরোধও গড়তে পারছে না টাইগ্রেসরা। এরই মধ্যে সিরিজ হেরে বসা বাংলাদেশ ফের বড় ব্যবধানে হার মেনেছে।

সোমবার (৬ মে) সিলেটে বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ডিএলএস মেথডে ৫৬ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে।


ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন যাওয়া আসার মিছিলে। ওপেনার দিলারা আক্তার, রুবায়া হায়দার ও শরিফা খাতুন ছাড়া কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ওপেনার দিলারা সর্বোচ্চ ২১ রান করলেও খেলেছেন ২৫ বল। বাংলাদেশের ব্যাটাররা নির্ধারিত ১৪ ওভারে মাত্র ৭টি চার মারতে পেরেছেন। ছক্কা ছিল না একটিও।

ভারতের পক্ষে দীপ্তি ও আশা সোবহানা ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া পূজা বস্ত্রকার ও রাধা যাদব ১টি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপ খেলা জন্য বাংলাদেশের প্রস্তুতি কতটুক!


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক হারমানপ্রীতের ২৬ বলে ৩৯ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় ভারত। এছাড়া রিচা ঘোষ ১৫ বলে ২৪, হেমলতা ও স্মৃতি মান্ধানা যথাক্রমে ১৪ বল ও ১৮ বলে ২২ রান করে করেন।


বাংলাদেশের পক্ষে মারুফা ও রাবেয়া ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া শরিফা ১টি উইকেট শিকার করেন।

Leave a Reply

Translate »