আইকোনিক ফোকাস ডেস্কঃ আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আলাদা দুটি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। এই ১৮জন থেকে ৩জন কমিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিসিবি।
চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ মিস করা পেসার হারিস রউফ ও উইকেটকিপার–ব্যাটসম্যান আজম খান দলে ফিরেছেন। আছেন চোটের কারণে সিরিজের মাঝপথে ছিটকে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ইরফান খানও।
স্কোয়াডে আছেন অবসর ভেড়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আছেন উসমান খানও। দলে ফিরেছেন হাসান আলী ও আগা সালমান। নিউজিল্যান্ডের সিরিজের দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার উসামা মির ও ফাস্ট বোলার জামান খান।
আরও পড়ুনঃজিম্বাবুয়ে বাংলাদেশে আসছে শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটে পড়া ৪ ক্রিকেটার হারিস রউফ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ ইরফান খান উন্নতি করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ও ইংল্যান্ডের বিপক্ষে ৪টি—মোট ৭ ম্যাচেই তাঁদের পাওয়ার ব্যাপারে আশাবাদী পিসিবি।
নির্বাচকেরা বলেছেন, ‘বুঝতে পারছি উসামা ও জামান হতাশ হবে, হওয়া উচিত। কারণ, ওরা নিশ্চিতভাবেই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে খেলার জন্য মুখিয়ে ছিল। ওরা সামর্থ্যবান ক্রিকেটার, ওদের সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। ওদের ক্রিকেটেই মনযোগ ধরে রাখা উচিত। কারণ, যেকোনো সময় প্রয়োজন হলে ওরা যেন প্রস্তুত থাকে।’