হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিকজনকে মেসেজ পাঠানোর উপায়

আইকোনিক ফোকাস ডেস্কঃহোয়াটসঅ্যাপ ইতোমধ্যে একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে । অফিসিয়াল মিটিং থেকে শুরু করে বন্ধুদের আড্ডা ও এখন হোয়াটসঅ্যাপে হয়ে থাকে । 

 

চলুন জেনে নিই কিভাবে একাধিক মেসেজ পাঠানো যাই –

 

১) প্রথমে আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলুন।

২) উপরের ডান দিকের কর্নার থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন। 

৩) স্ক্রিনে আপনার সামনে একটি পপ-আপ মেনু খুলে যাবে। 

আরও পড়ুনঃহোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ছবি পাঠানোর উপায়

৪) নতুন ব্রডকাস্টের একটি অপশন দেখানো হবে আপনাকে। 

৫) আপনার সামনে এবার কনট্যাক্ট লিস্ট ভেসে উঠবে। 

৬) সর্বোপরি ২৫৬টি কনট্যাক্ট বেছে নেওয়া যেতে পারে। 

৭) যে কনট্যাক্টে মেসেজ পাঠাতে চান, সেগুলি বেছে নিন। 

৮) এবার মেসেজ হোক বা ছবি বা ভিডিয়ো – কোনও গ্রুপ তৈরি না করেই পাঠিয়ে দিন।

 

Leave a Reply

Translate »