বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাড়ে যাচ্ছে দলের সংখ্যা

আইকোনিক ফোকাস ডেস্কঃ আগামী মৌসুম থেকে দল বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। চলতি প্রিমিয়ার লিগ থেকে মাত্র একটি দলকে অবনমন করানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি।

নির্বাচনের আগে কাউন্সিলরশিপ বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে বাফুফে। উইমেন্স লিগে অংশগ্রহণ করা শীর্ষ চার দলের কর্মকর্তাদের কাউন্সিলরশিপ দেয়ার প্রস্তাবনা পাশ হয়েছে নির্বাহী কমিটির সভায়। বাতিল হয়েছে পেশাদার লিগ কমিটির নেয়া বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব-১৬ কিংবা ১৮ ফুটবলার রাখার সিদ্ধান্ত।

ছুটির দিনে বাফুফে ভবনে কর্মকর্তাদের ম্যারাথন বৈঠক। ৯ এজেন্ডা নিয়ে দীর্ঘ ছয় মাস পর বৈঠকে বসলো বাফুফের কার্যনির্বাহী কমিটি। প্রায় চার ঘন্টার দীর্ঘ বৈঠকে নির্ধারিত এজেন্ডা ছাড়াও আলোচনা হয়েছে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে।

চলতি বছরই অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। নির্বাচনের আগেই কাউন্সলিরশিপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। নারী ফুটবল লিগের কর্মকর্তাদের বাফুফের কাউন্সিলর বানানোর যে প্রস্তাবনা ছিল তা পাশ হয়েছে নির্বাহী কমিটির বৈঠকে। ২৯ জুন বাফুফের এজিএমে নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নারী লিগে শেষে টেবিলের শীর্ষ চার দলের কর্মকর্তারা পাচ্ছেন বাফুফের নির্বাচনের ভোটাধিকার।

এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘আমাদের বোর্ডের সিদ্ধান্ত ছিল যে আমরা কাউন্সিলরশিপ কমাব না। পরবর্তীতে ফিফাকে আমরা বিষয়টি অবহিত করেছি। এখন যে বাড়ানোর বিষয়টা, নারী লিগের যে ক্লাবগুলো আবেদন করেছে, তাদের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চারটি ক্লাবকে ডেলিগেট করব। এ প্রস্তাবটা আমরা এজিএমে পাঠাব।

আরও পড়ুনঃ মাঝপথ থেকে ফেরায় মুস্তাফিজ কত টাকা পাচ্ছেন আইপিএল থেকে !

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দুই ক্লাবের পরিবর্তে অবনমন হবে একটি ক্লাবের। আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠবে দুটি দল। অর্থাৎ দল বাড়ছে প্রিমিয়ার লিগের আসছে মৌসুমে।

আতাউর রহমান বলেন, ‘বিপিএলে এবার একটি দল রেলিগেটেড হবে। কারণ আরেকটা দল গত বিসিএলে খেলে নাই।

বাফুফের পেশাদার লিগ কমিটির সবশেষ বৈঠকে প্রিমিয়ার লিগে প্রতিটি দলের একাদশে বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব-১৬ কিংবা ১৮ ফুটবলার রাখার সিদ্ধান্ত বাতিল হয়েছে নির্বাহী কমিটির বৈঠকে।

এছাড়া নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত হয়েছে পরবর্তী ফুটবল নির্বাচনের আগে আরও একটি সভা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

Leave a Reply

Translate »