হোয়াটসঅ্যাপে হাই কোয়ালিটি ছবি পাঠানোর উপায়

আইকোনিক ফোকাস ডেস্কঃ বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাধ্যম হোয়াটসঅ্যা । বার্তা আদান-প্রদানই নয়,ছবি, ভিডিও, বড় ফাইল পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয় । বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যুক্ত করতে পারে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। তবে অনেক সময় হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে গেলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়।

কয়েকটি ধাপ অনুসরন করে হোয়াটসঅ্যাপে কোয়ালিটি  ছবি পাঠানো যাবে –

  • প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপটি খুলুন।
  • এবার সেটিংস অপশনে গিয়ে স্টোরেজ এবং ডেটা অপশন সিলেক্ট করুন।
  • এখানে পাবেন ‘মিডিয়া আপলোড কোয়ালিটি’ অপশন বেছে নিন।
  • ফটো আপলোড কোয়ালিটি ‘অটো’ সেট করুন এবং ফটো কোয়ালিটি বদলে ‘বেস্ট কোয়ালিটি’ করে দিন।

আরও পড়ুন ঃ৮০ দিনে ৮১ বছরের দুই নারীর বিশ্বভ্রমণ

এভাবে ছবি পাঠালে যে ছবি পাঠাবেন তার কোয়ালিটি আর নষ্ট  হবে না। তবে আরেকটি উপায়ে হোয়াটসঅ্যাপে ছবির কোয়ালিটি ভালো রেখে তা পাঠানো সম্ভব। সেক্ষেত্রে ছবিগুলো সাধারণ ভাবে না পাঠিয়ে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে। তাহলে ছবি কোয়ালিটি ভাল থাকবে, নষ্ট হয়ে যাব না।

Leave a Reply

Translate »