হারের তিক্ত স্বাদের পর এবার ইনজুরির স্বাদ

আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলায় বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে। গোদের ওপর বিষফোড়া। বিষয়টি কতোটা ভয়ানক সেটি যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে টিম পাকিস্তান। একে তো ভারতের বিপক্ষে পরাজয়। এরপর সেই হারের রেশ কাটার আগেই বিষফোড়ার মতো আবির্ভাব হয়েছে দুই তারকা পেসারের ছিটকে যাওয়ার শঙ্কা

চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই পাক পেসার নাসিম শাহ ও হারিস রউফের। ভারতের বিপক্ষে রেকর্ড রানে হারার ম্যাচে ব্যাটিংয়েও নামতে পারেননি এই দুই বোলার। শঙ্কা রয়েছে সাত দিনের জন্য তাদের ছিটকে যাওয়ার।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নাসিম ও হারিসের বদলি হিসেবে জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে দলে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। কিন্তু কেন নাসিম-রউফ ছিটকে যাচ্ছেন সেটি পরিষ্কার করে জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

আরো পড়ুনঃভারত-পাকিস্তান ম্যাচে ভারতের ৫ রেকর্ড

সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, ‘ব্যাকআপ হিসেবে জামান খান ও শাহনেওয়াজ ধাহানিকে পাকিস্তান দলে ডাকা হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে হারিস রউফ ও নাসিম শাহের অস্বস্তির কারণেই অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের। আগামী মাসে বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের ফিট ও সুস্থ পেতে চায় পাকিস্তান। তারই সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেখানে আরও বলা হয়, ‘হারিস ও নাসিম বর্তমানে আমাদের মেডিক্যাল টিমের অধীনে পর্যবেক্ষণে রয়েছেন। দুজন এক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন। আমরা এ বিষয়ে এসিসির টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করব।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে নামবে বাবরের দল। ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ মেলাতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।

Leave a Reply

Translate »