শেষ ম্যাচে সাইড বেঞ্চের শক্তি দেখাবে ভারত!

আইকোনিক ফোকাস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে জয়ের মাধ্যমে ফাইনালটা এক প্রকারে নিশ্চিত করে ফেলেছে ভারত সেটি বলার অপেক্ষা রাখে না। লঙ্কানদের হারিয়ে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি তারা নিশ্চিত করেছে বাংলাদেশের ছিটকে যাওয়াটা।

আর সে কারণেই আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ভারতের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে তাদের নিয়মরক্ষার ম্যাচ। আর সে ম্যাচে তাই সাইড বেঞ্চের শক্তিমত্তা পরখ করে দেখার পরিকল্পনা রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের।

আরো পড়ুনঃমহানবী ব্যঙ্গকারীকে হত্যার হুমকিতে খালিদ লতিফকে ১২ বছরের কারাদণ্ড

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ফাইনাল ও বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট—এমনটাই জানানো হয়েছে তাদের প্রতিবেদনে।

তারকা ব্যাটার বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখা হতে পারে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে—এমনটাই শোনা যাচ্ছে। একই সঙ্গে লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়াও থাকতে পারেন বিশ্রামে।

রাহুলের পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন সুরিয়াকুমার যাদব। অপরদিকে কোহলির পরিবর্তে দলে ডাক পেতে পারেন শ্রেয়াস আইয়ার।

এদিকে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে ডাক পড়তে পারে শার্দুল ঠাকুরের। আর বুমরাহর জায়গায় ডাক পেতে পারেন মোহাম্মদ সামি।

Leave a Reply

Translate »