বঙ্গবন্ধুর বায়োপিকে জায়েদ খান টিক্কা খানের চরিত্রে 

আইকোনিক ফোকাস ডেস্কঃসামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জায়েদ খান। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক। এখানেই ঘটে বিপত্তি। কখনও বেসুরা কণ্ঠে গান কিংবা বিরুপ মন্তব্য করেও কটাক্ষের শিকার হন তিনি। তাতে অবশ্য জায়েদ খানের তেমন কিছুই যায় আসে না, তিনি তার মতোই থাকেন।

সম্প্রতি তিনি বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ -এ টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন। এবার সেই টিক্কা খান রূপে জায়েদের লুক প্রকাশ হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করেছেন শ্যাম বেনেগাল।

আরও পড়ুন ঃরাজ-পরীর সে আশা পূরণ হলো না

বছর দুয়েক আগেই শেষ হয়েছিল ‘মুজিব’র শুটিং। তবে নির্দেশনার কারণে কেউ নিজের লুক প্রকাশ করতে পারেননি। শর্ত ছিল, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই কিছুটা উন্মোচন করা যাবে। সেই শর্ত মেনে নিজের চরিত্রের রূপ সামনে আনলেন জায়েদ খান।

তবে সেই খবর অন্তর্জালে আসতেই নেটিজেনদের হাস্যরসের মাধ্যম হয়ে যান তিনি। যথারীতি টিক্কা খানের চরিত্র নিয়ে টিটকারি শুরু করেন বেশির ভাগ ভক্ত।

প্রসঙ্গত, শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রটি প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, সঙ্গীতা চৌধুরী, সাবিলা নূর, খায়রুল আলম সবুজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Leave a Reply

Translate »