লাল সবুজের একমাত্র প্রতিনিধি আতহার আলী খান

আইকোনিক ফোকাস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে বাংলার ক্রিকেটাররা। এখন ওমানের বিপক্ষে ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে। জয়ের নানা পন্থা নিয়ে চলছে যাচাই বাছাই। এবার তাতে সামিল হলেন বিশ্বকাপের ধারাভাষ্য কক্ষে লাল সবুজের একমাত্র প্রতিনিধি আতহার আলী খান।

 

আতহার আলী খান বলেন, “নাইম শেখকে একাদশে খেলাতে পারলে দলে একজন ব্যাটার বাড়বে। এছাড়া সৌম্য সরকারকে মিডল অর্ডারে ব্যাটিং করিয়ে তাকে দিয়ে পেস বোলারের কাজটিও চালিয়ে নেয়া যাবে। সে জায়গায় নাসুম আহমেদকে খেলাতে পারলে স্পিন ইউনিটের শক্তি আরো বাড়বে। আমি যতোটুকু দেখেছি ওমানের উইকেটে স্পিনাররাই কার্যকর হবে বেশি।

 

ওমানের উইকেট প্রথমে দেখে মনে হয়েছিলো পেস বোলার কার্যকরী হবে কারণ উইকেটে ঘাসের অস্তিত্ব ছিলো তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে উইকেটে পরিবর্তনটা বেশ ভালোভাবেই লক্ষ্য করেন আতহার। বলেন, “ম্যাচের দিন উইকেটে কোন ঘাস ছিলো না। আর তাই সে ম্যাচে সুবিধা ভোগ করেছে স্পিনাররা। আমাদের দুই স্পিনার শেখ মেহেদি হাসান ও সাকিব আল হাসানও নেন ৩৬ রান দিয়ে ৫ উইকেট। আর তাই ৫ বোলারের তালিকায় আমি রাখতে চাই সৌম্যসহ দুই পেসার আর তিন স্পিনার।

Leave a Reply

Translate »