যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান

আইকোনিক ফোকাস ডেস্কঃ নৌকার মনোনয়নপত্র জমা দিয়ে সাকিব আল হাসান ইতোমধ্যেই পেয়েছেন বৈধতা। এরপরই দুবাই গিয়ে ফিরেও আসেন তিনি। জানা যায়, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব।

গতকাল মঙ্গলবার সারাদিন মাগুরায় সময় কাটিয়েছেন সাকিব আল হাসান। সন্ধ্যায় ঢাকা ফিরে আসেন বাংলাদেশ অধিনায়ক। আঙুলের উন্নত চিকিৎসার জন্য শুরুতে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আমেরিকা যাচ্ছেন সাকিব। গতকাল রাতেই যাওয়ার কথা ছিল টাইগার অধিনায়কের। তবে, গিয়েছেন কি না, সেটা এখনো নিশ্চিত নন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি

গণমাধ্যমের সাথে আলাপকালে দেবাশীষ বলছিলেন, ‘সাকিব চলে গেছে কি না, সেটা জানি না। তার যেমন ইনজুরি, এটা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। ওর চার সপ্তাহ হয়েছে, আরো ২ সপ্তাহ লাগবে। এরপর রিহ্যাব করবে, তারপর বোলিং করবে। তারপর গিয়ে স্কিল ট্রেনিং করবে।’

প্রসঙ্গত, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করেই দেশে ফিরেছিলেন সাকিব। এরপরেই ক্রিকেটের বাইরে যুক্ত হয়ে পড়েন। আঙুলের ইনজুরির পুনর্বাসনের পাশাপাশি আপাতত সময় দিচ্ছেন রাজনীতিতে। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকার হয়ে লড়বেন সাকিব আল হাসান

Leave a Reply

Translate »