মেসিকে তুলে নেওয়ার ব্যাখ্যা দিলেন কোচ

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভালোই খেলছিলেন মেসি, শরীরী ভাষায়ও দেখা যাচ্ছিল চনমনে ভাব। তবু কেন পুরাটা না খেলে মাঠ ছাড়লেন লিওনেল মেসি?

তখন শেষের দিকে বেনফিকার বিপক্ষে ম্যাচ। স্কোরলাইন ১-১ সমতা। পিসএজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ৮১ মিনিটে মেসিকে তুলে নেন। প্রথমার্ধে অসাধারণ এক গোল করে যিনি দলকে এগিয়ে দিয়েছিলেন, শেষের প্রয়োজনীয় মুহূর্তে তাঁকে উঠিয়ে নেওয়ার কারণ কী?

স্রেফ ক্লান্তি বোধ করেছিলেন বলে নিজেই উঠতে চেয়েছিলেন মাঠ। বদলি হওয়ার জন্য ইশারা করেছিলেন। শেষ দৌড়ের সময় ক্লান্তি বোধ করছিলেন। আর ম্যাচের ওই মুহূর্তে সতেজ কারও মাঠে নামাটাও ভালো ছিল বলে জানান কোচ।

পাবলো সারাবিয়াকে মেসির বদলি হিসেবে মাঠে নামানো হয়। আক্রমণাত্মক এই স্প্যানিশ মিডফিল্ডার অবশ্য বাকি সময়ে কোনো প্রভাব ফেলতে পারেননি ম্যাচে। বেনফিকার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছেড়েছে পিএসজি।

Leave a Reply

Translate »