ভারতের মাথাপিছু আয় ৭০ ভাগ বাড়বে!

আইকনিক ফোকাস ডেস্কঃ ৭ বছরে ভারতের মাথাপিছু আয়  ৭০ ভাগ বৃদ্ধির সম্ভাবনা। ভারত ২০২৩ সালে ২ হাজার ৪৫০ মার্কিন ডলার থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ৭০ ভাগ বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। যা প্রায় ৪ হাজার মার্কিন ডলার; যা দেশটিকে ৬ ট্রিলিয়ন ডলার মাথাপিছু আয় মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হতে সাহায্য করবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালক হবে বহিঃস্থ বাণিজ্য, যা চলতি অর্থবছরের ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে প্রায় দ্বিগুণ, ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার হতে পারে। এছাড়া গৃহস্থালি ব্যয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুনঃহাশিম আমলা ফিরে আসছেন কোচ হয়ে

ভারতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সপ্তাহান্তের এক প্রতিবেদনে বলছে, অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম প্রবৃদ্ধির চালক হবে গৃহস্থালি ব্যয়; যা ২০৩০ সালের মধ্যে ৩ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হতে পারে।

ব্যাংকটির অনুমান, এখন থেকেই চলতি মূল্যে বার্ষিক ১০ শতাংশ জিডিপি বৃদ্ধি দেখা যাচ্ছে। গৃহস্থালি ব্যয় এখন জিডিপির ৫৭ শতাংশের মত।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার পরবর্তী মেয়াদে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে, যা বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। 

Leave a Reply

Translate »