আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন না সাকিব আল হাসান সেটি আগেই জানিয়ে দেয়া হয়েছিল। তবে বাঁহাতি এই ক্রিকেটারের নতুন ঠিকানা হবে কোনটি সেটি নিয়ে চলছিল বেশ জল্পনা কল্পনা।
গুঞ্জন কখনো ওঠে সাকিবের কুমিল্লায় পাড়ি দেয়ার, কখনোবা শোনা যাচ্ছিলো ঢাকার হয়ে মাঠ মাতাবেন তারকা এই ক্রিকেটার।
অবশেষে অবসান ঘটলো সকল জল্পনা কল্পনার। জানা গেলো সাকিবে নতুন ঠিকানা। বিপিএলের সামনের বছরের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
আরো পড়ুনঃ‘চ্যালেঞ্জিং হলেও সেরাটা খেলতে হবে’
এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি অত্যান্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সাথেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘গত তিন চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।’
গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে আসন্ন আসরে খেলতে ৩ জনকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই তিন ক্রিকেটার হলেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ।
সাকিবের পাশাপাশি তাদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী।
ইশতিয়াক বলেন, ‘সাকিব আল হাসান ছাড়াও আমাদের তিনজন রিটেনশনের মধ্যে রয়েছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। আমরা এ বছর বেশ কিছু নামিদামি তারকাকে সাইন করিয়েছি। কারণ আমরা এবার বদ্ধ পরিকর শিরোপা পুনরুদ্ধার করবো।’