বিজয়ের মাসে যেসব মঞ্চে দেখা যাবে জেমসকে

আইকোনিক ফোকাস ডেস্কঃ দুষ্টু ছেলেদের ‘গুরু’ নগরবাউল জেমস। তার নাম শুনলেই ভক্তের উন্মাদনা বেড়ে যায়। গুরু হিসেবে খ্যাত জেমসের গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস। আর তিনি যখন কনসার্টে গিটার হাতে গাইতে শুরু করেন, তখন সামনে থাকা হাজারো ভক্তের হৃদয়ে ঝড় ওঠে। প্রিয় গায়কের সঙ্গে কণ্ঠ মেলান সবাই। যেন এক অন্য ভুবনে চলে যেতে চায় সবাই। সেই ভক্তদের জন্য দারুণ খবর। বিজয়ের মাসে বেশ কিছু আয়োজনে কয়েকটি কনসার্টে গাইতে চলেছেন জেমস।

আজ (১২ ডিসেম্বর) থেকেই বিভিন্ন কনসার্টে জেমসকে পাওয়া যাবে। শিল্পীর ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর ডিসেম্বরের কনসার্ট শিডিউল জানিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক কবে, কোথায়, কখন গাইবেন জেমস-

আজ রোববার (১২ ডিসেম্বর) জেমস থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ‘ডিইউ১০০ কনসার্ট’-এ গাইবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে বেলা সাড়ে ৩টায়।

আগামী ১৮ অথবা ১৯ তারিখের যেকোনো একদিন জেমস থাকবেন প্যারেড গ্রাউন্ডে। বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর জেমস থাকবেন চট্টগ্রামে। সেখানে র‌্যাডিসন ব্লুতে গাইবেন তিনি।

Leave a Reply

Translate »